বাংলাদেশের জিততে দরকার আরও ৩৫৭ রান। বাংলার বাঘেরা কি মিরাকল ঘটাতে পারবে? কাজটা খুবই কঠিন। অতিমানবিক কিছু ঘটাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। কিন্তু খেলাটার নাম ক্রিকেট। আর ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা।
তৃতীয় দিনের শেষে মন্দ আলোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই খেলা শেষ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার সময়ে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ১৫৮। ক্রিজে রয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত (৫১) এবং বহু যুদ্ধের সাক্ষী শাকিব আল হাসান (৫)।
চতুর্থ দিনের সকাল কি ভেলকি দেখাবে, তা সময়ই বলবে। চার উইকেটে ২৮৭ রানে ভারত দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ৫১৫ রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের, এই অবস্থায় ব্যাট করতে নেমে দুই ওপেনার জাকির হাসান ও শাদমান ইসলাম ৬২ রানের পার্টনারশিপ গড়েন। বুমরা ফেরান জাকিরকে (৩৩)। মমিনুল হক (১৩) ও মুশফিকুর রহিম (১৩) বেশি রান করতে পারেননি। দুই বাংলাদেশি ব্যাটারই অশ্বিনের শিকার। লড়ছেন শান্ত ও শাকিব।
এর আগে ঋষভ পন্থ ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে ভারত নিজেদের গুছিয়ে নেয়। ২৮৭ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা একটি ও অশ্বিন তিনটি উইকেট নেন।
রবিবার বাকি ৬টি উইকেট কি তুলে নিতে পারবেন ভারতীয় বোলাররা?