‘সব কিছুর মাস্টার মাইন্ড কুন্তল ঘোষ।’ নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির বলাগড়ের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এমনভাবেই সম্পূর্ণ দুর্নীতির দায় চাপালেন আরেক তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের নামে। সোমবার আদালতে যাওয়ার পথে এমনই বিস্ফোরক দাবি করতে দেখা যায় শান্তনুকে। একইসঙ্গে এও বলেন, ‘এই কেসের মাস্টারমাইন্ড কুন্তল। ও মিথ্যা অভিযোগ করে সবাইকে ভুলপথে চালিত করার চেষ্টা করছে। আমি কোনও কিছুর সঙ্গে জড়িত নই।’ একইসঙ্গে শান্তনুর সংযোজন,’কয়েকশো এজেন্টের মাধ্যমে কয়েকশো কোটি টাকা তুলেছে কুন্তল। সেই দায় এখন অন্যের ঘাড়ে চাপাচ্ছে।‘
একইসঙ্গে শান্তনু কুন্তল সম্পর্কে এও জানান, ‘কুন্তল প্রমাণ সরাচ্ছে। ওর টাকাগুলো অন্য রাজ্যে পাঠাচ্ছে। ওর লোকেদের দিয়ে অন্যদিকে পাঠাচ্ছে। এজেন্টদের ভয় দেখাচ্ছে কুন্তল।’ এমনকী তার এই দাবি যে সত্য তা খোঁজ করেও দেখতে বলেন শান্তনু। শুধু তাই নয়, কুন্তলের সমস্ত কথাকে মিথ্যে বলেও দাবি করেন শান্তনু। এই প্রসঙ্গে শান্তনু এও জানান, ‘কারও নির্দেশে টাকা দেওয়া হয়নি, মিথ্যা কথা বলছে কুন্তল। আমি কোনও কিছুতে জড়িত নই, নির্দোষ তা আগামীদিনে প্রমাণ হবে।’
এদিকে কুন্তল ঘোষকে শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আগে যখন প্রশ্ন করা হয়েছিল তখন মুখ কুলুপ আঁটেন কুন্তল। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য ও কুন্তল ঘোষদের জিজ্ঞাসাবাদে উঠে আসে কোন চাকরিপ্রার্থীর থেকে কত টাকা নেওয়া হবে সেই রেট ঠিক করত শান্তনু। তবে কুন্তল ও মানিকের এই দাবি একেবারে অস্বীকার করতে দেখা যায় শান্তনুকে।