জেলে কমোডের আবদার রেশন দুর্নীতি মামলায় ধৃত শংকর আঢ্যর। ইডি হেপাজত শেষে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। জেলে এক রাত না কাটতেই কমোডের আবদার শংকর আঢ্যর।
ইডি হেপাজত শেষে শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় রেশন দুর্নীতি মামলায় ধৃত শংকর আঢ্যকে। বিচারক তাঁকে জেল হেপাজতের নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেপাজতে থাকবেন তিনি। শনিবার বিকেলেই তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে।
ইডি হেপাজত শেষে জেলে সদ্যই প্রথম রাত কেটেছে রেশন দুর্নীতি মামলায় ধৃত শংকর আঢ্যর। প্রেসিডেন্সি জেলের তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে তাঁকে। জেলে আবদারের শেষ নেই বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের। সূত্রের খবর, ভালো খাবার যেমন চাইছেন। তেমনই আবার পরিষ্কার কমোডওয়ালা শৌচালয়ের বায়না করছেন তৃণমূল নেতা।