ঝুলিতে ৪ পয়েন্ট নিয়ে হাসি মুখে মাঠ ছাড়লেন সুদীপ কুমার ঘরামি, মহম্মদ সামিরা। হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির গ্রুপ-ই এর ম্যাচে বিহারের মুখে নেমেছিল বাংলা। টস জিতে বিহারকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলার ক্যাপ্টেন। অধিনায়োকচিত ইনিংস উপহার দেন বাংলার নেতা সুদীপ কুমার ঘরামি। তাঁর ১০৭ নট আউট ইনিংস বাংলাকে ম্যাচ জিততে সাহায্য করেছে। এই ম্যাচে আবার মাঠে ফিরেছেন মহম্মদ সামি।
১১ ডিসেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বরোদার বিরুদ্ধে শেষ খেলেছিলেন সামি। হাঁটু ফুলে যাওয়ার কারণে কয়েকটা দিন ২২ গজ থেকে দূরে ছিলেন দেশের তারকা পেসার। আজ, মাঠে ফিরলেন বিহারের বিরুদ্ধে। সাকিবুল গনির বিহারের বিরুদ্ধে মহম্মদ সামি ৮ ওভার বল করে ১টি মেডেন দিয়ে ২৮ রান খরচ করেছেন। নিয়েছেন ১টি উইকেট।
প্রথমে ব্যাটিং করে ২৩৫ রানে অলআউট বিহার। তিনে নামা পীয়ুষ সিং করেন সর্বাধিক ৮৯ রান। বাংলার হয়ে ৩টি উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। ২টি করে উইকেট মুকেশ কুমার, করণ লালের। মহম্মদ সামির মতো ১টি করে উইকেট নিয়েছেন সায়ন ঘোষ ও কৌশিক মাইতি।
২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অভিষেক পোড়েল ও সুদীপ কুমার ঘরামির ওপেনিং জুটিতে ওঠে ১১১। অভিষেক করেন ৫৩ বলে ৫৫ রান। অধিনায়ক সুদীপ শেষ অবধি ১২৮ বলে ১০৭ অপরাজিত থাকেন। সুমন্ত গুপ্ত করেন ৩০ রান। করণ লাল ৩৭ রানে অপরাজিত থাকেন। ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে বাংলার জয়।
চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ-ই এর শীর্ষে বাংলা। ৫ ম্যাচ খেলে এখনও অবধি ৪টিতে জিতেছেন সুদীপ কুমার ঘরামিরা। আর একটি ম্যাচ নিষ্ফলা। বাংলার পয়েন্ট ১৮। নেট রানরেট +০.৭৭১।