নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে বর্ধমানের একটি কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘২০০ কোটি টাকা খরচা করে তৈরি দীঘায় মন্দির। যে টাকাটা হিডকোর। জগন্নাথ দেব কোথায় যাবেন, কোথায় থাকবেন সেটা ঠিক করবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী! জগন্নাথ দেব বলছেন কী করব আমার এটাই দেখার ছিল, আমি এসে গেছি চিন্তার কোনও কারণ নেই! আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন কলকাতার বাবু ঘাটে নয়, বঙ্গপসাগরে করে দেওয়া হবে। ২০২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।’ মঞ্চ থেকে এমনই মন্তব্য করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। দীনদয়াল উপাধ্যায়ের অবক্ষ মূর্তি উন্মোচন করার পাশাপাশি একটি জনসভা করেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জগন্নাথ দেবের রেশ টেনে তৃণমূলের বিসর্জনের ডাক দেন শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের সম্মুখীন হয়ে শমীক বলেন, ‘বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই কোটি ফিক্সড ডিপোজিটের টাকা উধাও হয়ে গেল। আজ পর্যন্ত তার কোনও ব্যবস্থা হল না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই লাগাম ছাড়া দুর্নীতি নিয়ে জানি রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আমরা কেন্দ্রীয় তদন্তের দাবি জানাচ্ছি।’ সাধারণ মানুষের বাড়ি বাড়ি যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা। সেটা তৃণমূলের দুর্নীতির কারণে বাস্তবায়িত হয়নি বলেও জোরালো আওয়াজ তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

