শাকিবের কী শেষ দেখা হয়ে গেল?

টেস্ট ক্রিকেটটা সম্ভবত তাঁর আর খেলা হচ্ছে না। ঘরের মাঠে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তাঁর ইচ্ছে ছিল এই টেস্টটা খেলে তিনি বিদায় নেবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি বলেছেন, শাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না তাঁরা। আর ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘এখানে শাকিব আল হাসানের পরিচয় দুটো। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দেব। তবে সাধারণ মানুষের ক্ষোভ যদি শাকিবের ওপর গিয়ে পড়ে, তখন নিরাপত্তা দেওয়া কঠিন।’

বিসিবি সভাপতি আর ক্রীড়া উপদেষ্টার এই ধরনের মন্তব্যের পর শাকিব যে দেশে আসছেন না, সেটা মোটামুটি নিশ্চিত। তাঁর আর টেস্ট খেলা হচ্ছে না। অর্থাৎ শাকিবের টেস্ট কেরিয়ার শেষ। ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টই হয়ে থাকবে শাকিব আল হাসানের শেষ টেস্ট। টি-২০ ক্রিকেট নিয়েও একই কথা বলেছেন শাকিব। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট আর খেলবেন না। ক্রিকেট বোর্ড যদি তাঁকে দলে প্রয়োজন মনে করে, তাহলে ভবিষ্যতে হয়তো ভেবে দেখবেন। তবে এক্ষেত্রে শাকিবের নিজের অবস্থান পরিষ্কার। তিনি বলেছেন, গত বিশ্বকাপেই খেলে ফেলেছেন শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। শাকিবের এই বক্তব্যের পর এখনও পর্যন্ত বিসিবির কর্তাব্যক্তিরা শাকিবের টি-২০ খেলা নিয়ে কোনও কথা বলেনি। অর্থাৎ হয়তো টি-২০ ক্রিকেটেও শাকিবকে শেষবার দেখা হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twenty =