ঢাকা : আবারও জুয়ার বিজ্ঞাপনে এলেন বাংলাদেশের শাকিব আল হাসান। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিদেশি একটি বেটিং সাইটের প্রোমোশনের ভিডিও পোস্ট করেন সাকিব। এতে তাকে জুয়ার খেলার বিষয়ে দর্শকদের উদ্বুদ্ধ করতে দেখা যায়। আর এই বিষয়টি সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সাকিব এর আগেও বিদেশি একটি বেটিং সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুবাদে ভিন্নভাবে বেটিং সাইটের প্রোমোশনও চালিয়ে গেছেন তিনি। এবার সরাসরি দেশের আইনে নিষিদ্ধ জুয়ার বিজ্ঞাপনে যুক্ত হয়ে নতুন করে বিতর্কে নাম জড়ালেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের মতো একজন বিশ্বসেরা ক্রিকেটার এবং দেশের প্রাক্তন সংসদ সদস্যের বারবার এমন পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো একজন বিশ্বসেরা তারকার জন্য লজ্জাজনক।