ময়দান যতদিন থাকবে, ততদিন মান্নাদার জয়গাঁথা স্বর্ণাক্ষরে থেকে যাবে। প্রয়াত কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার ১০২তম জন্মবার্ষিকী পালন করল স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এভিনিউ সম্মিলনীর মাঠে শৈলেন মান্নার জন্মদিন উপলক্ষে এক ফুটবল প্রতিযোগিতার অয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় চারটি দল অংশ নিয়েছিল। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফিল্ম আর্টিস্ট স্টার ও কলকাতা ক্রীড়া সাংবাদিক স্টার। ফিল্ম আর্টিস্ট স্টার ৫-১ ব্যবধালে হারিয়েছে ক্রীড়া সাংবাদিক স্টারকে। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, শৈলেন মান্নার কন্যা নীলাঞ্জনা মান্না, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সুভেন রাহা প্রমুখ। প্রত্যেককেই উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়।

