পাক মসনদে বসতে চলেছেন শাহবাজ শরিফ

মঙ্গলবার মধ্যরাতের বৈঠকের পর আসন সমঝোতা পাকা হল পাকিস্তানে। গত প্রায় দুসপ্তাহ ধরে পাকিস্তানের মসনদে কে বসবে, তা নিয়ে টালমাটাল পরিস্থিতি চলছেই। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ও শাহওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের মধ্যে আসন সমঝোতা হল।

বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, দুই দলের কাছেই সরকার গড়ার মতো সংখ্যা রয়েছে। এর পরই যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আসিফ আলি জারদারি মনোনীত হবেন প্রেসিডেন্ট হিসেবে।

দুই দলেরই দাবি, তাঁদের পার্টির নেতাকে প্রধানমন্ত্রী করতে হবে। সেই মতো নওয়াজ শরিফের দলের তরফে প্রস্তাব দেওয়া হয়, সরকারের প্রথম তিন বছরের জন্য প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। পরের দুবছরের জন্য কুরসিতে বসবেন পিপিপি নেতা বিলাওয়াল। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দেন প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র। এই পরিস্থিতিতে পাক মসনদে বসতে চলেছেন শাহবাজ শরিফ। অন্যদিকে আসিল আলি জারদারি সম্পর্কে বিলাওয়ালের মত, জারদারি প্রেসিডেন্ট হলে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =