পোলান্ডে ‘কিং’ সিনেমার শুটে শাহরুখ, ফিরে নেবেন জাতীয় পুরস্কার গ্রহণ করার প্রস্তুতি

সিদ্ধার্থ আনন্দ নির্দেশিত ‘কিং’ সিনেমার জন্য দিনরাত এক করে দিচেছন কিং খান শাহরুখ (Sharukh Khan)। পাঠানের (Pathan) পর সিদ্ধার্থের সঙ্গে শাহরুখের এটি দ্বিতীয় কাজ। তবে, শোনা যাচেছ, শুটিং থেকে কিছুদিনের জন্য ব্রেক নিতে চান ন্যাশানল অ্যাওয়ার্ডের জন্য। জানা গিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার, বিকেল ৪টে নাগাদ নয়াদিল্লিতে এক জমকালো রেড কার্পেট অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র (71th national award) পুরস্কার অনুষ্ঠান। এই সম্মান প্রদানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উল্লেখ্য, পোলান্ডে শুটিংয়ে ব্যস্ত এখন শাহরুখ। শুট থেকে ফিরে সম্মান নেওয়ার প্রস্তুতি নিতে চান তিনি। কিং খান ‘জওয়ান’ সিনেমায় তাঁর দ্বৈত চরিত্রের জন্য দর্শকদের মন জিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন।

এছাড়াও সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন বিক্রান্ত মেসি (Vikrant messy), বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য। এই ৭১তম জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন বঙ্গতনয়া অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও (Rani Mukherjee)। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পান তিনি।