নিজের ৭৫ তম জন্মদিন পালনে শাবানা আজমি, কে কে এলেন তাঁর পার্টিতে?

অনেকেই বলেন, বয়স একটা সংখ্যা মাত্রা। আর বলিউড ডিভা যেমন শাবানা আজমি (Shabana Azmi), রেখা (Rekh), ঊর্মিলা (Urmila) ও বিদ্যা বালান (Vidya Balan) এই প্রবাদ বাক্যকে সত্যি তুলে ধরছেন। সম্প্রতি, শাবানা আজমি তাঁর ৭৫ তম জন্মদিন উদ্যাপন করলেন বন্ধু, পরিবারের সঙ্গে। জন্মদিন পার্টির কিছু ছবি ও ভিডিও বেশ ভাইরাল ইন্টারনেটে, যা দেখে বলতেই হয় বয়স একটা সংখ্যা মাত্র।

https://www.instagram.com/reel/DOwS9_2iJ4o/?utm_source=ig_embed&ig_rid=eb1fdb62-3952-448c-a13b-56bdb14ce813

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচেছ, এভারগ্রিন রেখা ট্রেন্ডিং ব্যাগি প্যান্টস পরেছেন যার সঙ্গে তিনি পরেছেন কালো কুর্তা স্টাইল টপ, সঙ্গে একটি সাদা লং জ্যাকেট। এক কথায় বলা যেতেই পারে, তিনি আজও আগের মতো গ্ল্যামারাস।
অন্যদিকে, বার্থ ডে গার্লকে সঙ্গে নিয়ে রেখাকে দেখা গেল ‘কেইসি পহেলি হ্যায়’ গানে কোমর দোলাতে। শাবানা আজমিকে ডান্স ফ্লোরে আবার যোগ দিলেন মাধুরি দীক্ষিত, ঊর্মিলা।

এদিন বার্থ ডে গার্ল খোদ সেজেছিলেন সাদা, লাল পোশাকে। তাঁর সঙ্গে পোশাক টুইন করতে দেখা গেল জাভেদ আখতার। সবশেষে তাঁরাও ক্যামেরার সামনে কোমর দোলালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − sixteen =