নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পরীক্ষা শেষ হলেও সেমিস্টারের পরীক্ষার ফলাফলের হার্ড কপি না মেলায়, সেই দাবিতে সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী সমর্থকরা।
মূলত এদিন এসএফআই ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করেন। এসএফআইয়ের এর পক্ষ থেকে জানানো হয়, অনলাইনে প্রকাশিত ষষ্ঠ সেমিস্টারের মার্কশিটের হার্ড কপি অতি দ্রুত ছাত্রছাত্রীদের প্রদান করতে হবে। সার্বিকভাবে ষষ্ঠ সেমিস্টারের ফলাফল ঘোষণা হলেও, এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, ছাত্রছাত্রীদের এখনও হার্ড কপি দিতে পারছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়। ফলে হয়রানির শিকার হতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনও রকম হয়রানির শিকার যাতে না হতে হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া ২১ কোটি টাকার দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, তা আজ প্রমাণিত হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকা নয়ছয় করে আত্মসাৎ করেছে।