রাস্তার উপর দিয়ে বয়ে যায় নর্দমার জল, নিকাশি ব্যবস্থা সারাইয়ের দাবি

দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তা বেহাল হয়ে রয়েছে। তার উপর সরু রাস্তায় সব সময় উপচে পড়ছে নর্দমার জল। সাধারণ মানুষের চলাচলের সমস্যা তৈরি হচ্ছে, তার পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে পুজো দিতে গেলে মহিলাদের সেই নর্দমার জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ। আর দীর্ঘদিনের সমস্যা নিয়ে বুধবার পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার মহিলারা ব্যাপক বিক্ষোভ দেখান। এমনকী, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে এসে প্রধানকে ঘিরেও নিজেদের ক্ষোভের কথা প্রকাশ করেন নাগেশ্বরপুর এলাকার মহিলারা। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, নাগেশ্বরপুর এলাকায় প্রায় ৩০০ পরিবারের বসবাস। কিন্তু এই এলাকায় ঘন জনবসতি পূর্ণ হলেও রাস্তাটি অত্যন্ত সরু বলে বাসিন্দাদের অভিযোগ। কাঁচা রাস্তার ওপর দীর্ঘদিন আগে যেমন তেমন করে নিকাশি নালা তৈরি করা হয়েছিল। তার ওপর দেওয়া হয়েছে ঢালাই করা ঢাকনা। কিন্তু সেই নর্দমার জল এখন বারো মাস রাস্তায় উপচে পড়ছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসী নিয়তি সরকার, পূজা সাহাদের বক্তব্য, এর আগের পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছিল, তখন এলাকায় কংক্রিটের ঢালাই রাস্তা এবং নিকাশি ব্যবস্থা ভালো করার কথা জানিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাঁচ বছর কেটে গেলেও আবার সামনে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু গ্রামের পরিস্থিতি একই রয়েছে। দুর্গন্ধযুক্ত নর্দমার নোংরাজল পেরিয়ে সব সময় এলাকার মানুষদের চলাচল করতে হয়। নোংরা কাদায় ভরে থাকছে রাস্তাটি। এব্যাপারে পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই এদিন এলাকার মহিলারা প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিক ঘোষ জানিয়েছেন, নাগেশ্বরপুর এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শুনেছি। ওই এলাকায় দ্রুত নিকাশি ব্যবস্থা এবং রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =