দূষণহীন উৎসবের বার্তায় শহরে একাধিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: দূষণহীন উৎসবের বার্তায় শহরে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়।
আগামী ছটপুজো এবং দীপাবলিতে সরকারি নিয়ম মেনে শুধুমাত্র সবুজ বাজি নির্ধারিত নির্দিষ্ট সময়ে পোড়ানো ও সবুজ বাজি চেনার উপায় জানাতে একাধিক কর্মসূচি করা হয়। এদিন সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে দূষণহীন উৎসব উৎযাপনের বার্তা নিয়ে ৬টি ßুñলের পড়ুয়ারা তাদের প্রিয়জনদের পোস্টকার্ড লেখনি প্রতিযোগিতায় অংশ নেয়। স্বেচ্ছাসেবী সংস্থার মিলিত প্রয়াসের সহযোগিতায় তেজগঞ্চ প্রাথমিক বিদ্যালয়, আঞ্জিরবাগান প্রাথমিক বিদ্যালয়, বেলারানি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চননগর প্রাথমিক বিদ্যালয়, রথতলা জিএসএফপি বিদ্যালয়, বেলপুকুর প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬০০ ছাত্রছাত্রী কোনও প্রকার আতসবাজি না পোড়ানোর জন্য লিখিত শপথ নেয়।
আয়োজকদের তরফে সন্দীপন সরকার, প্রতনু রক্ষিত জানান, সংস্থার তরফে দিঘীর পুল ও ডোকরা শহিদ এলাকায় ‘স্মোক ফ্রি দেওয়ালি’ ভাবনায় দু’টি পোস্টার আঁকার প্রতিযোগিতা আয়োজিত হয়। বর্ধমান ওয়েভ এবং কেয়ার অফ বর্ধমান স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পুরসভা এলাকায় টোটো নিয়ে মাইকিং করে সবুজ বাজি চেনার কৌশল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মাবলীর প্রচারও চলছে, আয়োজকদের তরফে সরৎ কোলে, অনির্বাণ হাজরা জানান, বিভিন্ন রুটের বাসের গায়ে পোস্টারিং করেও সচেতনতার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =