আরও গতি পাচ্ছে পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন

পূর্ব রেলের ট্র্যাকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের গতি ১১০ কিলোমিটার থেকে বেড়ে হতে চলেছে ১৩০ কিলোমিটার। এতে দূরপাল্লার ট্রেনের গড় গতিবেগ বৃদ্ধি পাবে এবং যাত্রা সময় কমবে। ট্রেন গুলির এই উচ্চতর গতি খুব শীঘ্রই বাস্তবায়িত করা হবে বলেই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। পূর্ব রেলওয়ে ক্রমাগত তার পরিষেবা উন্নত করার ক্ষেত্রে এলএইচবি কোচগুলির অন্তর্ভুক্তির চেষ্টা করছে।
আধুনিক প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ, যা যাত্রীদের জন্য আরও আরামদায়ক এবং নিরাপদ বলেও দাবি করা হচ্ছে রেলের তরফ থেকে। কারণ এগুলি লম্বা, হালকা। যা উচ্চ গতির জন্য উপযুক্ত। পাশাপাশি এই কোচগুলির রক্ষণাবেক্ষণের খরচও অনেকটা কম বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে।
এদিকে সম্প্রতি পূর্ব রেলওয়ের বিভিন্ন রুটে এলএইচ বি কোচ যুক্ত করা হয়েছে। এই কোচের সিটগুলোও আরও উন্নত মানের। দীর্ঘক্ষণের যাত্রাপথ যাতে যাত্রীরা আরামে যেতে পারেন, তার জন্যই রেলের এই উদ্যোগ। যে ট্রেনগুলিতে আপাতত এই বগি ব্যবহার করা হচ্ছে, তার একটি তালিকাও রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে।
সেগুলি হল…

১. ১২৩৬১,১২৩৬২ আসানসোল – ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সাপ্তাহিক ) এক্সপ্রেস: – ১৩০ কিমি প্রতি ঘণ্টা

২. ১২৩৭৫,১২৩৭৬ টাটানগর – জাসিদিহ এসএফ এক্সপ্রেস। এই ট্রেন ১৩০ কিমি প্রতি ঘণ্টায় ছুটবে, আরও উন্নত প্রযুক্তির সঙ্গে।

৩. ১৩২৮৭, ১৩২৮৮ দুর্গ – আরা এক্সপ্রেস, ট্রেনের গতিবেগ ১৩০ কিমি প্রতি ঘণ্টায়।

৪. ২২৮৪৩, ২২৮৪৪ সম্বলপুর – পাটনা এসএফ এক্সপ্রেস।

৫. ১৮৪১৯,১৮৪২০ পুরী – জয়নগর (সাপ্তাহিক) এক্সপ্রেস।

৬. ১৮৪৪৯, ১৮৪৫০ পুরী – পাটনা বৈদ্যনাথধাম এক্সপ্রেস।

৭. ১৫০৪৭, ১৫০৪৮ কলকাতা – গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস।

৮. ১৫০৪৯,১৫০৫০ কলকাতা – গোরক্ষপুর এক্সপ্রেস।

৯. ১৫০৫১, ১৫০৫২ কলকাতা – গোরক্ষপুর এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 9 =