মেঘালয়কে সাত গোল, হ্যাটট্রিক সুলঞ্জনার

জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাভাই ট্রফিতে বড় জয় পেল বাংলার মেয়েরা। গ্রুপ ডি -এর প্রথম ম্যাচে মেঘালয়কে ৭-০ গোলে হারাল সুলঞ্জনারা। হ্যাটট্রিক করলেন সুলঞ্জনা রাউল। ‘সেভেন স্টার’ পারফরম্যান্সে ছারখার মেঘালয়ের ডিফেন্স।

শনিবার কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলার মেয়েরা। বাংলার আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় মেঘালয় ডিফেন্ডারদের। শুরুতেই মেঘালয়ের দুই ডিফেন্ডারকে কাটিয়ে সুলঞ্জনা রাউলের গোল করেন। এরপর আবারও সুলঞ্জনার দর্শনীয় গোল। বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন সুলঞ্জনা। দূরপাল্লার শটে বিশ্বমানের গোল করেন সুস্মিতা লেপচা। বাংলার হয়ে চতুর্থ গোল করেন মৌসুমি মুর্মু। একটি করে গোল করেন রিম্পা হালদার, মমতা হাঁসদাও। অসাধারণ ফর্মে থাকা সুলঞ্জনা হ্যাটট্রিক করেন। গোলকিপার এবং আরও এক ডিফেন্ডারকে কাটিয়ে হ্যাটট্রিক করেন তিনি। পরবর্তী ম্যাচে ৮ সেপ্টেম্বর বাংলা রেলওয়েজের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =