যৌন হেনস্থার গুরুতর অভিযোগ টিএমসিপি-র রাজ্য সহ সভাপতির বিরুদ্ধে

কলকাতা : কসবা ল কলেজ কাণ্ডে রাজ্য রাজনীতিতে যখন চাঞ্চল্য তুঙ্গে, ঠিক তখনই ফের শাসকদলের ছাত্র সংগঠনের আর এক নেতার বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। অভিযুক্ত সৌভিক রায়, টিএমসিপি-র রাজ্য সহ সভাপতি।

অভিযোগ এনেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। তাদের দাবি, হাওড়ার নরসিংহ কলেজে পড়ুয়াদের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন সৌভিক রায়। র‌্যাগিংয়ের নামে যৌন নিপীড়নের প্রতিবাদে ২০২৩ সালেই হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল।

অভিযোগ, একই চিঠির প্রতিলিপি টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ব্যাঁটরা থানা ও অ্যান্টি র‌্যাগিং কমিশনের কাছে

পাঠানো হলেও সৌভিকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

ছাত্র মহলের প্রশ্ন—একাধিক জায়গায় অভিযোগ জমা পড়ার পরেও কেন কোনও তদন্ত হয়নি? যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সৌভিক এখনও কীভাবে পদে বহাল রয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =