মকর সংক্রান্তির সকালেই সমস্ত রেকর্ড ভাঙল সেনসেক্স। এই প্রথমবার সেনসেক্স ৭৩ হাজারের গণ্ডি পার করল। লাগামহীন উচ্চতায় পৌঁছেছে নিফটিও। বাজার খোলার মুহূর্তেই নিফটি ছিল ২২ হাজার সূচকের উপরে। স্বভাবতই খুশির হাওয়া দালাল স্ট্রিটে।
২০২৪-এর প্রথম থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। নতুন বছরে ১৩০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স সূচক। ৬০০ পয়েন্ট বেড়েছে নিফটি সূচকও। তিনদিন আগেই সেনসেক্সের সূচক ৭২ হাজারের সূচক পার করেছিল। আজ বাজার খুলতেই সেনসেক্সের সূচক ৭৩,০০০-র গণ্ডি পার করল। সকাল সাড়ে ৯টায় সেনসেক্স পৌঁছয় ৭৩২৩৫.৬০ অঙ্কে। গতকাল মার্কেট বন্ধ হওয়ার সময় সেনসেক্সের সূচক যা ছিল, তার থেকে ০.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাজার খোলার সঙ্গে সঙ্গেই।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে সাম্প্রতিককালে। লোহিত সাগরে বাণিজ্যতরী লক্ষ্য করে ইয়েমেনের হাউথি জঙ্গি গোষ্ঠীর হামলা এবং তাদের পালটা দিতে আমেরিকা ও ব্রিটেন সেনার যৌথ প্রত্যাঘাত- সব মিলিয়েই বাড়ছে অস্থিরতা। তেল-সহ নানা জিনিসের দাম বাড়তে চলেছে বলেই অনুমান। সেই জন্যই শেয়ার বাজারে দাপট দেখাচ্ছে অপেক্ষাকৃত স্থিতিশীল এশীয় দেশগুলো।