প্রবীণ নাগরিকদের জন্য সঞ্চয় প্রকল্পে বৃদ্ধি পেল বিনিয়োগের ঊর্ধ্বসীমা

বুধবার সংসদে বাজেট পেশ করার পর স্বস্তির হাসি প্রবীণ নাগরিকদের মুখে। কারণ তাঁদের জন্য বেশ কয়কটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এদিনের এই বাজেটে। যার মধ্যে অন্যতম হল প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে বা সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে আর্থিক বছর ২০২৩-২৪ -এ প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের মাত্রা বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হয়েছে। প্রসঙ্গত, আগে বয়স্কদের জন্য এই প্রকল্পে বিনিয়োগের মাত্রা ছিল ১৫ লক্ষ টাকা। এদিনের কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে প্রবীণ নাগরিকরা বিশেষ ভাবে উপকৃত হবেন এটা বলাই যায়। এর পাশাপাশি প্রবীণদের জন্য আরও কয়কটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে এদিন। প্রবীণরা পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে সাড়ে চার লাখের জায়াগায় এখন থেকে ৯ লক্ষ চাকা রাখতে পারবেন। পাশাপাশি  এই মান্থলি ইনকাম স্কিমেই জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ লাখ টাকার পরিবর্তে রাখতে পারবেন ১৫ লক্ষ টাকা।

এখানে একটা কথা মনে রাখতেই হবে আগামী বছরে আগত লোকসভা ভোটের আগে এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিকে আবার এই বছরেই রয়েছে দেশের আরও ৯ টি  রাজ্যের বিধানসভা নির্বাচন। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে এবছরের বাজেটে, এমনটাই ধারনা অর্থনীতিবিদদের। প্রবীণদের পাশাপাশি মহিলা, মুসলিম ও আদিবাসী জনজাতির উপর বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে। এদিনের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জাতীয় হাইড্রোজেন মিশন, এগ্রিকালচারাল টেক স্টার্ট আপ, সবুজায়ন বৃদ্ধি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, বায়ো ইনপুট রিসোর্স সেন্টার ও ৫ জি  পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় বেশ কিছু ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nineteen =