নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে করা হয়েছে বিষ্ণুপুর ব্লকের পঞ্চায়েত নির্বাচনের স্ট্রং রুম আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে নজরদারি রাখা হয়েছে ßT্রং রুমে। ßT্রং রুমের বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, রয়েছে একাধিক সিসিটিভি। এমনকি ßT্রং রুমের গেটের সিসিটিভি লাইভ ফুটেছে প্রতি মুহূর্তে নজর রাখছে সমস্ত রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক দলগুলি ২৪ ঘণ্টা পাহারায় রেখেছে সিসিটিভির মাধ্যমে স্টং রুমের গেট।
বিষ্ণুপুর ব্লকে জেলা পরিষদের রয়েছে তিনটি আসন, পঞ্চায়েত সমিতিতে রয়েছে ২৭টি আসন, ন’টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে ১৪৬টি আসন। প্রত্যেকটি আসনেই শাসক-বিরোধী লড়াই হয়েছে। তবে গ্রামের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তার নির্ণয় হবে আগামী ১১ তারিখ। আর তারই পাহারায় কেন্দ্র বাহিনী, সিসিটিভি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলি।