কাঠুয়ায় জঙ্গি দমনে ফের তল্লাশি অভিযান, আহত এক নিরাপত্তারক্ষী

জম্মু : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে বৃহস্পতিবার ফের তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় গুলিবর্ষণে একজন নিরাপত্তারক্ষী সামান্য আহত হন। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান দল (এসওজি), সেনা, সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে বুধবার সন্ধ্যায় বিল্লাওয়ারের কাহোগ গ্রামে অভিযান শুরু হয়। রাতভর এলাকা ঘিরে রাখার পর বৃহস্পতিবার সকালে ধনু পারোল-কামাধ এলাকায় ফের তল্লাশি অভিযান শুরু করা হয়।

ঘন জঙ্গল ও দুর্গম ভূখণ্ডের জন্য অভিযানে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। জম্মু জোনের আইজিপি ভীম সেন টুটি জানান, প্রতিকূল পরিবেশ সত্ত্বেও নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের সময় উভয় পক্ষের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে গুলিবর্ষণ হয়। তবে জঙ্গিদের হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, এলাকায় একাধিক জঙ্গির গতিবিধির খবর রয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিগত এক মাস ধরে সাম্বা ও কাঠুয়া জেলা এবং সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে কাঠুয়া জেলায় একাধিক জঙ্গি-বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =