কলকাতা : আগামীকাল রামনবমী, সেই উপলক্ষ্যে ও অশান্তির আশঙ্কায় সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। নিরাপত্তা জোরদার করা হচ্ছে মহানগরী কলকাতায়।
জেলাগুলিতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কলকাতায় সাড়ে ৩ থেকে ৪ হাজার পুলিশকর্মীকে নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে। আর ওই দিন সারা রাজ্যে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকবেন।
শহরে বিভিন্ন শোভাযাত্রায় ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা পদমর্যাদার আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তা ছাড়া ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি-সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে। যে যে রাস্তায় মিছিল যাবে, সেখানে পুলিশ পিকেটিং থাকবে। ড্রোন, সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।