সওয়ারি নিয়ে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ ছুটল মেট্রো, উত্তেজনায় ফুটলেন যাত্রীরা

কলকাতা: দীর্ঘ অপেক্ষা, কত তর্ক-বিতর্ক!

অবশেষে শিয়ালদা থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে ছুটল এসি মেট্রো। আর প্রথম দিন মেট্রোর সওয়ারি হয়ে উত্তেজনায় ফুটলেন যাত্রীরা। এমন একটা ‘ঐতিহাসিক’ যাত্রার সাক্ষী থাকার জন্যই অনেকেই ভোর থাকতে উঠতে পড়েছিলেন। প্রথম মেট্রো যে ৬টা ৫৫ মিনিটে। ট্রেনের মধ্যে যাত্রীদের দল গেয়ে ফেলেন গানও। এদিন কেউ বেরিয়েছিলেন অফিসের উদ্দেশ, কেউ বা পরীক্ষা দিতে। এক যাত্রী বললেন, “এখন অনেকটাই সুবিধা হল যাতায়াতের।” এক যাত্রীর কথায়, “নতুন মেট্রোয় প্রথম সওয়ারি হব, ভীষণ উত্তেজনা ছিল। ঘুম থেকে রাত তিনটেয় উঠছি, শিয়ালদা থেকে প্রথম মেট্রো ধরব বলে।”

গত সোমবার  শিয়ালদা মেট্রোর (Sealdah Metro) উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে উদ্বোধন হল শিয়ালদহ মেট্রোর, তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে তারই মাঝে বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা শুরুর কথা ছিল। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী, শিয়ালদা থেকে সকাল ৬ টা ৫৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে সকাল ৭টায় প্রথম মেট্রো ছাড়ে। সেক্টর ফাইভগামী মেট্রোয় মোট ১৭৫ জন যাত্রী ছিলেন। প্রথম যাত্রী প্রভাতকুমার চট্টোপাধ্যায়।বেলঘরিয়ার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় স্কুলশিক্ষক। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার আশায় বুধবার গোটা রাতই শিয়ালদা স্টেশনে কাটিয়েছেন তিনি। শিয়ালদহ মেট্রোর প্রথম যাত্রী হওয়াকে অনেক দিনের স্বপ্নপূরণের শামিল হিসাবেই দেখছেন তিনি। এদিন মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে গোলাপ ফুল দিয়ে যাত্রীদের অভ্যর্থনা জানানো হয়। প্রথম মেট্রোর মোটরম্যান বা চালক জয়দীপ ঘোষও অত্যন্ত খুশি।এবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়া আরও সুবিধাজনক হয়ে গেল। এবার এই রাস্তা যেতে যাত্রীদের সময় লাগবে মাত্র ২১ মিনিট। সোম থেকে শনিবার চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে রবিবার পুরোপুরি বন্ধ থাকবে। ৫০টি পূর্বমুখী এবং ৫০টি পশ্চিমমুখী মিলিয়ে রোজ ১০০টি মেট্রো চলবে। এই মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ শাখার লোকাল ট্রেনের টিকিটও পাওয়া যাবে। তার জন্য নির্দিষ্ট দু’টি কাউন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =