এপ্রিলের শেষের দিকেই প্রকাশিত হতে পারে ২০২৪-এর মাধ্যমিকের ফলাফল। আর এই ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে ২০ এপ্রিলের পর। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, wbresults.nic.in ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে।
প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ১২ তারিখ অবধি পরীক্ষা চলেছে। পাশের জন্য পরীক্ষার্থীকে ন্যূনতম ৩৪ শতাংশ নম্বর পেতে হবে। ফল প্রকাশের পর অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এর পাশাপাশি ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফও নামাতে পারবে তাঁরা। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এও জানানো হয়েছে, ধাপে ধাপে দেখতে হবে রেজাল্ট। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করতে হবে। এরপর WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করতে হবে। সেখানে রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে হবে।