সড়ক দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

মাধ্যমিক পরীক্ষার প্রায় ১২ ঘণ্টা আগে পরীক্ষার্থীর অকালে ঝড়ে গেল প্রাণ। সড়ক দুর্ঘটনায় মৃত হয় মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শেখ মইদুল। বয়স ১৬ বছর। বাড়ি আরামবাগের বেউরগ্রাম এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের মাদারচক এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সন্ধ্যার সময় ঘটনাটি ঘটে। ইঞ্জিন ভ্যান ও মোটর বাইকের সংঘের জেরে পথ দুর্ঘটনা ঘটে মাদারচকে। এই ঘটনায় দুই জন আহত হয় এবং মৃত্যু হয় একজনের। দুটি গাড়ি দ্রুত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গেছে, শেখ মইদুল মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। সে ডিহিবাগনান স্কুলের ছাত্র ছিল। সন্ধ্যার সময় বাড়ি থেকে দিদিকে নিয়ে ভাগ্নের জন্য দুধ কিনতে বের হয়েছিল ডিহিবাগনানে। কিন্তু ডিহিবাগনানে দুধ না পেয়ে দিদিকে নামিয়ে রেখে ভাগ্নের জন্য মোটর বাইকে করে সামতা যায়। সেখান থেকে ফেরার পথে মাদারচক মোড়ে এই পথ দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে তাঁর কাকা শেখ সামসুর জানায়, দোকানে ছিলাম। তারপর দুর্ঘটনার খবর জানতে পারি। বাড়ি থেকে কখন বের হয়েছে জানি না। গাড়ি নিয়ে ও ঘুরে বেড়ায়। হঠাৎ করে এই খবর পাই। মাধ্যমিক পরীক্ষা দেবে ডিহিবাগনান স্কুল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =