পরীক্ষার্থীদের স্বস্তি: রবিবার খোলা থাকছে কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু

কলকাতা : এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্ন করতে রবিবার কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু খোলা রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। পরপর দুই রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সেতু ও এক্সপ্রেসওয়ে মেরামতির জন্য বন্ধ ছিল। এর ফলে কলকাতা-হাওড়া রুটের সাধারণ যাত্রীরা প্রবল ভোগান্তিতে পড়েছিলেন। এবার চাকরিপ্রার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনো দেরি না হয়, সে জন্য হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ স্থগিত রেখেছে।

প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, বিকল্প রুটে বাস সংখ্যা বাড়ানো হবে। গত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিপ্রার্থীরা দিশেহারা ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ বাতিল হওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হচ্ছে রবিবারের পরীক্ষার মাধ্যমে।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, যানজট এড়িয়ে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারলে অনেকটাই মানসিক চাপ কমবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। বিশেষজ্ঞদের মতে, এটি রাজ্যের জন্য পরীক্ষার দিনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা পরীক্ষার্থীদের প্রতি সরকারের দায়বদ্ধতা স্পষ্ট করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =