স্কুল খুলেছে; দৈনন্দিন কাজও শুরু হচ্ছে মুর্শিদাবাদে, মানুষ শান্তি চাইছেন

মুর্শিদাবাদ : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। ঘরছাড়া মানুষজন ফিরতে শুরু করেছেন, সোমবার স্কুলও খুলেছে। দোকান-বাজার খুলেছে, দৈনন্দিন কাজও শুরু হয়েছে মুর্শিদাবাদে।

তবে, কিছু মানুষের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে, তাঁরা শুধু শান্তি চাইছেন। চাইছেন, আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক।

১১ এপ্রিল ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। আতঙ্কে মালদায় মালিয়ে যান বহু হিন্দুরা। মুর্শিদাবাদে কঠোর নিরাপত্তার মধ্যে ধীরে ধীরে দৈনন্দিন জীবনযাত্রা শুরু হয়েছে। সোমবার স্কুলে যেতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের। এখনও বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মাঝেমধ্যেই চলছে টহল।

এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “১০ দিন পর এখানে স্কুলগুলি আবারও খুলেছে। ১১ এপ্রিলের হিংসার কারণে স্কুলগুলি বন্ধ ছিল। ধুলিয়ানের পরিস্থিতি এখন ভালো। এখন কোনও সমস্যা নেই। অতীতে এখানে কখনও এমন ঘটনা ঘটেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fourteen =