সচেতনতা বাড়াতে ব্যারাকপুরে ট্রাফিক পুলিশের ভূমিকায় স্কুল পড়ুয়ারা

আইন অমান্যকারী থেকে জন সাধারণ, সচেতনতার পাঠ পড়াতে এবার ট্রাফিক পুলিশের ভূমিকায় ßুñল পড়ুয়ারা।। ব্যারাকপুর শহরের চিড়িয়া মোড় দিয়ে নিত্যদিন অসংখ্য মানুষজন যাতায়াত করেন। সাধারন মানুষকে সচেতন করতে সোমবার অভিনব উদ্যোগ নিল বারাকপুর পুলিশ কমিশনারেটের ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ড। এদিন ßুñল পড়ুয়াদের ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা যায়। প্রবীণ মানুষজনকে হাত ধরে রাস্তা পারাপার করিয়ে দিলেন ßুñল পড়ুয়ারা। পথচারীদের জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের পরামর্শ দিল স্কুল পড়ুয়ারা। বাইক আরোহীদের হেলমেট পরতে এবং গাড়ি চালকদের সিট বেল্ট লাগানোর প্রচার করলেন ট্রাফিক পুলিশের ভূমিকায় থাকা ßুñল পড়ুয়ারা। এতে যেমন পড়ুয়ারা নিজেরা ট্রাফিক আইন সম্পর্কে জানল, তেমনই খুদেদের দিয়ে পুলিশ জনতাকেও সচেতন করল।
এদিনের সচেতনতা বিষয়ক অভিযান নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমানন্দ সরকার বলেন, ‘এদিন ßুñল পড়ুয়ারা ট্রাফিক পুলিশের কাজ সামলায়। হেলমেট পরা থেকে শুরু করে সিটবেল্ট লাগানো, সিগন্যাল মেনে চলা বিষয়ে সাধারণ মানুষকে এদিন পরামর্শ দিল ßুñল পড়ুয়ারা।’ জানালেন, সারা বছর এই ধরনের সচেতনতা মূলক কর্মসূচি তাঁরা চালিয়ে যাবেন। তাঁর দাবি, ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বাড়লেই দুর্ঘটনাও অনেক কমবে। তাই তাঁদের এই অভিনব উদ্যোগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =