মণিপুরে দুর্ঘটনার কবলে স্কুল বাস, মৃত অন্তত ১৫ পড়ুয়া

মণিপুরে (Manipur) ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া ভর্তি স্কুল বাস উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অন্তত ১৫ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জখম বহু। আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে মণিপুরে নোনে জেলায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
জানা গিয়েছে, দু’টি বাস থাম্বলনু উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইয়ারিপোক এলাকা থেকে বাসটি যাচ্ছিল খৌপাম জেলায়। বিষ্ণুপুর-খৌপাম সড়কে নিয়ন্ত্রণ হারায় স্কুল পড়ুয়াদের বাস দু’টি। লংসাই তুবং গ্রামের কাছে খাদে পড়ে যায় বাস দু’টি।
ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছেছেন চিকিৎসকদের একটি দলও। স্থানীয় বিধায়কও ঘটনাস্থলে গিয়েছেন বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আজ ওল্ড কাছাড় রোডে স্কুলের শিশুদের বাস দুর্ঘটনার খবর শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। এসডিআরএফ, মেডিক্যাল টিম এবং বিধায়করা উদ্ধার অভিযানে সমন্বয় সাধনের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রার্থনা করি, বাসে থাকা সকলে যাতে সুরক্ষিত থাকে।’

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রায় ৩৬ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়ে যাচ্ছিল বাসটি। সকাল ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নোনি জেলার এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে তাদের কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। তবে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে অবশ্য মৃতের সংখ্যা ১৫। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সাপম রঞ্জন সিং-ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =