নয়াদিল্লি : প্রয়াত হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মঙ্গলবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘ অসুস্থতার পর সত্যপাল মালিকের জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার দুপুর ১.১০ মিনিট নাগাদ দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে প্রয়াত হয়েছেন, এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন সত্যপাল মালিকের ব্যক্তিগত সচিব কেএস রানা।
সত্যপাল মালিক কিডনিজনিত জটিলতার জন্য চিকিৎসাধীন ছিলেন। গত ১১ মে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ডায়ালিসিস চলছিল।

