কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে সাত্বিক-চিরাগ, ভারতীয় ব্যাডমিন্টনে সুদিন

সদ্য ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস গড়েছিল সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। জিতেছেন ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০। টুর্নামেন্টের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে হারিয়ে খেতাব জিতেছিলেন সাত্বিকরা। ভারতের এই জুটি ব্যাডমিন্টন বিশ্ব ক্রমতালিকাতেও এর সুফল পেলেন। কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং এই জুটির। ভারতীয় ব্যাডমিন্টনে সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। একের পর এক টুর্নামেন্টে খেতাব। সদ্য ইন্দোনেশিয়ান ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টে জয়। এ দিন প্রকাশিত হল ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকা। কেরিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এল ভারতীয় জুটি। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০-এর ফাইনালে অ্যারন শিয়া-সোহ উই ইক বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে স্ট্রেট গেমে হারায় তারা। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ, সুইস ওপেনের পাশাপাশি এ বছর ইতিমধ্যেই দুটি ওয়ার্ল্ড টুর জিতে নিয়েছে সাত্বিক-চিরাগ জুটি। যার ফলে কেরিয়ার সেরা তৃতীয় স্থানে তারা। পুরুষদের সিঙ্গলস ব়্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হল ভারতীয় শাটলার কিদম্বি শ্রীকান্তর। টপ টুয়েন্টি ঢুকলেন শ্রীকান্তো (১৯)। ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেন দু-ধাপ উঠে রয়েছেন ১৮ নম্বরে। সিঙ্গলসে ভারতীয় শাটলারদের মধ্যে সকলের ওপরে এইচএস প্রণয়। ইন্দোনেশিয়ায় বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে সেমিফাইনালে হেরেছিলেন প্রণয়। বিশ্ব ক্রমতালিকায় রয়েছেন নবম স্থানে। ভারতের উঠতি প্রতিভা প্রিয়াংশু রাজাওয়াত কেরিয়ার সেরা ৩০ নম্বরে রয়েছেন। চার ধাপ উন্নতি হয়েছে তাঁর। প্রিয়াংশুকে ধরে বিশ্বক্রমতালিকায় প্রথম ৩০-এ রয়েছেন চার ভারতীয়। জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু ইন্দোনেশিয়ায় দুর্দান্ত শুরু করলেও এগতে পারেননি। বিশ্ব ক্রমতালিকায় দু-ধাপ উঠে মহিলাদের ক্রমতালিকায় সিন্ধু রয়েছেন ১২ নম্বরে। অভিজ্ঞ ভারতীয় শাটলার সাইনা নেহাল রয়েছেন ৩১ নম্বরে। এক ধাপ উন্নতি হয়েছে তাঁর। মহিলাদের ডবলস র়্যাঙ্কিংয়ে তৃষা জলি-গায়ত্রী গোপীচাঁদ জুটি ১৬তম স্থানেই রইলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 6 =