কোরিয়া ওপেনের ফাইনালে সাত্বিক-চিরাগ

আন্তর্জাতিক মঞ্চে ফের একবার জ্বলে উঠল সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ভারতীয় তারকা শাটলার জুটি কোরিয়া ওপেনের সেমিফাইনালে হারিয়েছেন বিশ্বের ২ নম্বর জুটিকে। চিনা প্রতিপক্ষ লিয়াং ওয়েই কেং-ওয়াং চাংকে স্ট্রেট গেমে হারালেন সাত্বিক-চিরাগরা। জিন্নাম স্টেডিয়ামে ৪০ মিনিটের লড়াই ‘সা-চি’ জুটি ভেদ করল চিনের প্রাচীর। বিশ্বমঞ্চে সাত্বিক-চিরাগ জুটি নিজেদের সুযোগ পেলেই তুলে ধরছেন। দক্ষিণ কোরিয়ায় চলছে কোরিয়া ওপেন। সেখানে পুরুষদের ডাবলসে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জুটি, চিনের লিয়াং ওয়েই কেং-ওয়াং চাংকে ২১-১৫, ২৪-২২ ব্যবধানে হারিয়েছেন। এই নিয়ে লিয়াং ওয়েই কেং-ওয়াং চাংয়ের বিরুদ্ধে তিনবার খেললেন সাত্বিক-চিরাগরা। এর আগের ২ বারের সাক্ষাতে চিনা জুটিকে হারাতে পারেননি সাত্বিক ও চিরাগ। এ বার পারলেন। যদিও দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কিন্তু শেষ অবধি এ বারের কোরিয়া ওপেন ফাইনালের টিকিট পেয়েছে ভারতীয় শাটলার জুটি। চলতি বছরে সাত্বিকসাইরাজ ও চিরাগ সুইস ওপেন খেতাব জিতেছেন। এরপর দুবাইতে হওয়া ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপও জেতে ‘সা-চি’ জুটি। এরপর ১৮ জুন ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ চ্যাম্পিয়ন হয়েছেন সাত্বিক-চিরাগরা। এ বার দেখার সাত্বিক-চিরাগরা চলতি কোরিয়া ওপেন সুপার ৫০০ খেতাব জেতেন কিনা। এই নিয়ে চলতি বছরে পুরুষদের ডাবলস ইভেন্টে তৃতীয় বার ফাইনালে উঠলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। ২৩ জুলাই হবে কোরিয়া ওপেনের ফাইনাল। সেখানে সাত্বিকসাইরাজ ও চিরাগের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 18 =