সর্বমঙ্গলা মন্দিরে বিপদতারিনী পুজোতে ভক্তদের ভিড়

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: আষাঢ় মাসের শুক্লপক্ষের রথযাত্রার পর শনি ও মঙ্গলবারে মা বিপদতারিনীর পুজো হয়। বিপদতারিনী পূজা উপলক্ষে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে। শুধুমাত্র বর্ধমান শহর নয়, জেলা ছাড়িয়েও অন্যান্য জায়গায় এবং গ্রামগঞ্জ থেকে অসংখ্য ভক্তরা আসেন সংসারের মঙ্গল কামনায় মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। আজ সকাল থেকে বেলা পর্যন্ত সর্বমঙ্গলা মন্দিরের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য বর্ধমান থানার পক্ষ থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছিল এবং বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী নিজে নিরাপত্তা খতিয়ে দেখে যান। পুজোর ডালিতে মিষ্টান্ন ছাড়াও নানা রকমের ফল, আলতা-সিঁদুর ইত্যাদি সাজিয়ে মহিলারা সুশৃংখলভাবে লাইন দিয়ে মায়ের পুজো দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =