শান্তনুর কোটি কোটি টাকা আয় হয়েছে বালি খাদান থেকে, সূত্র ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি-র জালে হুগলি জেলা পরিষদের কর্মাধক্ষ্য শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু গ্রেপ্তার হওয়ার পরই যে ঘটনাটি নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড় তা হল শান্তনুর  রকেটের গতিতে উত্থান। সামান্য মোবাইলের দোকান থেকে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন শান্তনু। শুধু তাই নয়, তাঁর যে সম্পত্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পয়েছে তা নিয়েও জোর গুঞ্জন রয়েছে এই বঙ্গ রাজনীতিতেই। এদিকে এ খবরও আসছে হুগলিতে অনেকেই মোটেই ভালো চোখে দেখতেন না শান্তনুর কাণ্ডকারখানা। এর মধ্যে রয়েছে স্থানীয় শাসক দলের নেতারাও। এদিকে শান্তনু গ্রেপ্তার হওয়ার পরই তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। শুধু নিজের নামেই নয়, পরিবারের নামেও কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। আর এই বিপুল সম্পত্তির উৎস জানতে গিয়ে একের পর এক তথ্য প্রতিদিনই পাচ্ছেন ইডি আধিকারিকেরাও। এও জানা যাচ্ছে যে, হুগলির বিভিন্ন বালি খাদান থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তুলেছেন শান্তনু। এমন অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি এও জানা যাচ্ছে, হুগলি জেলার একাধিক বালি খাদানের টাকা লেনদেনের সঙ্গে তাঁর যোগ রয়েছে। আর এই বালি খাদান মূলত রয়েছে আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট, আরামবাগ, পুরশুড়া এমনকি বর্ধমানেও। এই বালি তোলার কাজ চলতো মুণ্ডেশ্বরী, দামোদর ও দ্বারকেশ্বর নদীতে। বেআইনিভাবে বালি তুলে তা পাচার করে দেওয়া হতো বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর অনুগামীরাই এই বালি খাদানগুলিতে কাজ করত এবং সেখান টাকা তুলতেন শান্তনু। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশও। শুধু তাই নয়, শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মেলার পর ক্ষোভে ফুঁসছেন জেলা তৃণমূলের নেতাকর্মীদের একাংশ। একসময় তাঁর দাপটে আরামবাগ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, এমন অভিযোগও সামনে আসছে। এমনকী তৃণমূলের একটি অংশ শান্তনুর অত্যাচারের কারণে নিজেদের রাজনীতি থেকে বেশ কিছুটা সরিয়েও নেয় বলে জানা যাচ্ছে। এদিকে পুলিশ কখনই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।

প্রসঙ্গত, মোবাইল ব্যবসা করলেও খানাকুলের রাজহাটিতে বিদ্যুৎ দফতরের ক্যাশিয়ার হিসেবে কাজ করতে শুরু করেন শান্তনু। একই সঙ্গে বাড়তে থাকে তাঁর রাজনৈতিক দাপট। খানাকুলে বসে আরামবাগ মহকুমায় বালি ব্যবসার ছক করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি আরামবাগে কীভাবে বালি মাফিয়ারাজ চালানো যায় সেই নিয়ে বিভিন্ন পরিকল্পনা ছিল শান্তনুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + five =