কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই চলে এল ভারতের প্রথম পদক। ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত সরগর। শনিবার বার্মিংহ্যামে অল্পের জন্য সোনা জেতা হল না সঙ্কেতের। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে সঙ্কেত চোট পান। মালয়েশিয়ার প্রতিযোগী বিন কাসদান মহম্মদ আনিক ১৪২ কেজি তুলে সোনা জিতে নেন।
সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন সঙ্কেত। এই সেলিব্রেশন স্বাভাবিক। কারণ তাঁর সৌজন্যেই ভারত চলতি কমনওয়েলথে পদকের খাতা খুলতে পারল। এদিন পুরুষদের ৫৫ কেজি ভারোত্তোলনের ফাইনালে সঙ্কেত ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম প্রচেষ্টায় ১৩৫ কেজি তুলতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় এবং তৃতীয় চেষ্টায় ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান নাগপুরের বছর একুশের ভারোত্তোলক। দুই বিভাগ মিলিয়ে তিনি মোট ২৪৮ কেজি তুলতে পেরেছিলেন। এদিন শীর্ষেই বিচরণ করছিলেন সঙ্কেত। শেষ মুহূর্তে চোট না পেলে রুপো নয়, দেশকে সোনাই এনে দিতে পারতেন তিনি।