দোষী সাব্যস্ত শুনে কেঁদে ফেললেন সঞ্জয়ের দিদি

কলকাতা : আর জি কর কাণ্ডে শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শুনে ফুঁপিয়ে কেঁদে উঠলেন দিদি। পরে নিজেকে সামলে চোখের জল মুছে বললেন, “দোষ করলে তো শাস্তি পেতেই হবে।”

সঞ্জয়ের দিদি কলকাতা পুলিশেই কর্মরত। আর জি কর-কাণ্ডে সঞ্জয় গ্রেফতার হওয়ার পর সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “ওকে নিজের ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। ওর এত কুর্কীতি যে বাধ্য হয়েই আমরা ওর সঙ্গে কোনও সম্পর্ক রাখিনি। মাকেও নিয়ে চলে এসেছি। বোনেরা মিলেমিশে মায়ের দেখাশোনা করি।”

সঞ্জয়ের দিদি সেসময় এও বলেছিলেন, “আর জি করে ও (সঞ্জয়) যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠোরতম শাাস্তি হওয়া উচিত। তবে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন, দয়া করে ওর দেহ আমাদের দেবেন না। আমরা নেব না। কারণ, এমন মানুষের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যায় না।”

ওই প্রসঙ্গে এদিনও নিজের পুরনো বক্তব্যে অনড় থেকে তিনি বলেন, “দোষী সাব্যস্ত হয়েছে মানে সাজা তো হবেই। তবে এবিষয়ে আমি ওর হয়ে কোনও আইনি লড়াই লড়ব না। ওর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। তবে মা কী করবে বলতে পারব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 14 =