সন্তোষ ট্রফি ধরে রাখার লড়াইয়ে সঞ্জয় সেনের বাংলা, ঘোষিত মূল পর্বের গ্রুপ বিন্যাস 

ঘোষিত সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস। গতবারের চ্যাম্পিয়ন বাংলার এবার সরাসরি মূল পর্বে খেলবে। ২১ জানুয়ারি থেকে অসমের শুরু হবে সন্তোষ ট্রফির মূল পর্ব। অসমের ডিব্রুগড়ে খেলবে বাংলা দল। ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি নিচ্ছে কোচ সঞ্জয় সেনের নেতৃত্বাধীন বাংলা দল।
গত ১ ডিসেম্বর থেকে সন্তোষ ট্রফির জন্য ট্রায়াল শুরু হয়েছিল বাংলার। ধাপে ধাপে এগিয়ে গিয়ে এখন সঞ্জয় সেনের অধীনে রয়েছেন মোট ২৬ জন ফুটবলার। এদের মধ্যে থেকে মোট ২০ জনকে বাছাই করে অসমে মূলপর্বে নিয়ে যেতে হবে কোচকে। যেই কাজটা অত্যন্ত কঠিন বলে মনে করছেন তিনি। বেঙ্গল সুপার লিগ থেকে মঙ্গলবার বাংলা দলে যোগ দেন রবি হাঁসদা। এছাড়াও গত বছরের চ্যাম্পিয়ন দল থেকে রয়েছেন জুয়েল আহমেদ মজুমদার, বিক্রম প্রধান, মদন মান্ডিরা। মঙ্গলবার যুবভারতীর প্র‍্যাক্টিস গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে মোহনবাগান রিজার্ভ দলকে ১-০ গোলে হারায় সন্তোষ ট্রফির বাংলা দল।
মূলপর্বের ১২ টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি-তে রয়েছে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। শেষবার ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেইবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবারও কোচ সঞ্জয় সেনের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার৷
সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস
গ্রুপ এ: বাংলা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম।
গ্রুপ বি: কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =