ইডির সমন পেয়ে হুঙ্কার সঞ্জয় রাউতের

মহারাষ্ট্রে মহানাটকের মাঝেই ফের সঞ্জয় রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, মঙ্গলবার আর্থিক দুর্নীতির মামলায় রাউতকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পাল্টা রাউতের হুঙ্কার, ‘মাথা কেটে ফেললেও গুয়াহাটি যাব না।’

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগামিকাল সকাল ১১টায় ইডির মুম্বই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে সঞ্জয় রাউতকে। মুম্বইয়ের পাটরা চউল জমি কেলেঙ্কারির মামলায় রাজ্যসভার ওই সাংসদকে ডেকে পাঠানো হয়েছে। এদিকে, সমন পাওয়ার পর ইডির বিরুদ্ধে তোপ দেগেছেন রাউত। তিনি বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ষড়যন্ত্র করছে। আজ মহারাষ্ট্রে আমরা বালাসাহেবের সৈনিকরা একটি বড় যুদ্ধ করছি। আমাদের থামাতে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে লেলিয়ে দিয়ে আমাদের থামানো যাবে না। কাল আমি ইডির কাছে হাজিরা দেব না। কিছুটা সময় চেয়ে নেব।’ শিব সেনার ‘বিদ্রোহী’দের তোপ দেগে রাউত বলেন,’মাথা কেটে ফেললেও আমি গুয়াহাটি যাব না।’

এর আগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (Prevention of Money Laundering Act) আওতায় সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। উল্লেখ্য, মুম্বইয়ের একটি ‘চউল’ (বস্তি) পুনর্নির্মাণে  প্রকল্পে ১ হাজার ৩৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় তদন্তে নেমেই সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ইডির পদক্ষেপে তিনি ভীত নন বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়ে দিয়েছেন শিব সেনা নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =