সঙ্ঘ সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে চায় : মোহন ভাগবত

পূর্ব বর্ধমান : সঙ্ঘ সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে চায়। জোর দিয়ে বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রবিবার পূর্ব বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সের মাঠের সভায় মোহন ভাগবত বলেছেন, “সঙ্ঘ কী করতে চায়? এই প্রশ্নের উত্তর যদি এক বাক্যে দিতে হয়, তাহল সঙ্ঘ গোটা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে চায়।”

মোহন ভাগবত আরও বলেছেন, “হিন্দু সমাজকে কেন ঐক্যবদ্ধ হতে হবে? কারণ এই দেশের উত্তরদায়ী সমাজ হল হিন্দু সমাজ। ভারতের একটি স্বভাব আছে, এবং যারা ভেবেছিল যে তারা সেই স্বভাবের সঙ্গে বাঁচতে পারবে না, তারা নিজেদের আলাদা দেশ তৈরি করেছে। হিন্দুরা বিশ্বের বৈচিত্র্যকে মেনে নিয়ে এগিয়ে যায়।”

মোহন ভাগবত আরও বলেছেন, “সঙ্ঘকে একটাই কাজ করতে হবে, সমাজকে ঐক্যবদ্ধ করা, একতাবদ্ধ রাখা এবং এমন মানুষ তৈরি করা যারা এইভাবে নিজেদের জীবনযাপন করে, এটাই সঙ্ঘের কাজ। সঙ্ঘের কাজ বুঝতে হবে। কারণ বহু শতাব্দী পর ভারতে এমন কাজ হয়েছে, আমার অনুরোধ সঙ্ঘকে বুঝতে হলে সঙ্ঘের অভ্যন্তরে আসা উচিত। কোন ফি নেই, কোনও আনুষ্ঠানিক সদস্যপদ নেই এবং আপনি যখনই চান বাইরে যেতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =