কলকাতা: যুব দিবসের সকালে যখন স্বামী বিবেকানন্দকে স্মরণের তোড়জোড় চলছে, তখনই অগ্নিকাণ্ডের খবর শহরে।বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ
সল্টলেকের বাজারে ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান। এক দোকানদার অগ্নিদগ্ধও হন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন।
দমকল সূত্রের খবর, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি বাজারের একটি দোকানে। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ৪টি ইঞ্জিন। কিন্তু হাওয়ার বেগ বেশি থাকায় তত ক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানেও আগুন লেগে যায়।১ জন দোকানদার আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, ঝুপড়ি বাজারের গোডাউনে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে আশপাশের দোকানে।