নিউ ইয়র্কে ছুরিবিদ্ধ সলমন রুশদি

নিউ ইয়র্কে ভাষণ দিতে গিয়ে ছুরিকাহত হলেন সলমন রুশদি। হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে বুকারজয়ী লেখককে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

 

 

অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, শুক্রবার নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে পৌঁছনোর কথা ছিল রুশদির। কিন্তু মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। এই অতর্কিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান সকলেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে উপর্যুপরি ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে কিলচড়ও মারে হামলাকারী। এদিকে, সম্বিত ফিরে পেয়েই হামলাকারীকে ধরে ফেলেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। রুশদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।   

 কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, রুশদিকেইসলাম অবমাননা সাজা দিতেই এই আক্রমণ।

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রকাশিত হয় সলমান রুশদির বিখ্যাত উপন্যাসদ্য স্যাটানিক ভার্সেস তারপরই ইসলামিক মৌলবাদীদের রোষের মুখে পড়েন তিনি। মৌলবাদীদের অভিযোগ, রুশদির এই রচনায় ইসলাম মহম্মদকে অপমান করা হয়েছে।রুশদির হত্যাকারীকে ৩০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eighteen =