মুম্বই : ফের খুনের হুমকি পেলেন অভিনেতা সলমন খান। নতুন এই হুমকির প্রেক্ষিতে অভিনেতা সলমন খানের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মুম্বই পুলিশের মতে, সলমন খানকে খুন ও তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরলি পরিবহন বিভাগের অফিসিয়াল নম্বরে পাঠানো হয়েছিল।
ওরলি থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে। এই প্রথম নয়, এর আগেও অনেকবার খুনের হুমকি পেয়েছেন অভিনেতা সলমন খান।