বিশ্বর্কমা ও ভাদু পুজোয় জাম্বো জিলিপি বিক্রি

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া- ১ ব্লকের প্রাচীন ও সমৃদ্ধশালী গ্রাম কেঞ্জাকুড়া। এই গ্রামে ফি বছর ভাদু ও বিশ্বকর্মা পূজার সময় তৈরি জিলিপির সাইজের কোনও সীমা নেই, এখানকার তৈরি তিন থেকে দশ কেজি ওজনেরও জিলিপি উপহার হিসেবে দেওয়া যেতে পারে, যা জাম্বো জিলিপি নামেই পরিচিত। তবে জিলিপির প্যা¥চেও শিল্প সৃষ্টি হয়, তা দেখতে ও স্বাদ নিতে হলে অবশ্যই বাঁকুড়ার শিল্পগ্রাম হিসেবে পরিচিত কেঞ্জাকুড়ায় ঢুঁ মারতে হবে।
কিন্তু চলতি বছরে অনাবৃষ্টিজনিত কারণে চাষাবাদ না হওয়া ও ‘শিল্পগ্রাম’ হিসেবে পরিচিত এই গ্রামের কাঁসার শিল্পের অবস্থাও খারাপ হওয়া সত্ত্বেও সব কিছুই হচ্ছে নিয়ম মেনে। কিন্ত বিক্রিবাটা তেমন নেই বলেই দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 3 =