কলকাতা : কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো নিয়ে বিরাট ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের।
সামাজিক মাধ্যমে সজল ঘোষ লিখেছেন, “পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।” বিজেপি-র জনপ্রিয় নেতা আরও লিখেছেন, “যত্র তত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে,মানুষ যেন মণ্ডপে পৌঁছোতে না পারেন, মানুষ শিয়ালদহ স্টেশন অবধি যেতে পারছেন না, অলি গলিতে সর্বত্র ব্যারিকেড, এই পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পুজো চালাতে পারব জানি নাl
আরও কিছু পুলিশি নোটিশ আসার অপেক্ষায় আছি l

