ফের সায়গল হোসেনের ১৪ দিনের জেল হেপাজত

আসানসোল: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (anubrata Mandal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে আবার জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। বৃহস্পতিবার অনুব্রত যখন আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর বিশেষ আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন, তখন সহগলকে তোলা হয় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। তাঁকে আরও ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী।
দিনকর ব্যাস নামে আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যু হওয়ায় বৃহস্পতিবার শোক দিবস পালন করা হয়। সে কারণে সহগলের আইনজীবী শুনানিতে অনুপস্থিত ছিলেন। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সিবিআইয়ের তরফে গোরু পাচার মামলার বেশ কিছু নথি দেওয়া হয় বিচারককে। আগামী ১৫ সেপ্টেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
অনুব্রতকে গ্রেপ্তারের সময় তাঁর দু’টি মোবাইল বাজেয়াপ্ত করেছিল সিবিআই। সেই মোবাইল দু’টি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর জন্য আদালতে আবেদন করা হয়েছিল তদন্তকারী সংস্থার তরফে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। তবে আইনজীবী উপস্থিত না থাকায় সেই মামলার শুনানি বৃহস্পতিবার হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =