‘ক্রাইমের জগতে’ ফের সইফ আলি খান, আসছে নতুন চ্যালেঞ্জিং প্রজেক্ট

মুম্বই : বলিউড অভিনেতা সইফ আলি খান ফের একবার অপরাধ ও ড্রামা ঘরানার গল্পে ফিরছেন। ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত সইফ মঙ্গলবার জানিয়েছেন , জনপ্রিয় লেখিকা নীলাঞ্জনা রায়ের উপন্যাস ‘ব্ল্যাক রিভার’ অবলম্বনে তিনি একটি ছবি নির্মাণের স্বত্ব কিনেছেন।

এদিন এক সাক্ষাৎকারে সইফ জানান, ‘ব্ল্যাক রিভার’ তাঁর প্রিয় উপন্যাসগুলির অন্যতম। কাহিনিটি একটি পুলিশ তদন্ত ও খুনের রহস্যকে কেন্দ্র করে আবর্তিত হলেও, এর মূল শক্তি নিহিত রয়েছে গভীর আবেগ ও মানবিক যন্ত্রণায়। বিশেষ করে এক নিষ্পাপ শিশুকন্যার হত্যাকাণ্ডকে ঘিরে গড়ে ওঠা গল্পটি অত্যন্ত হৃদয়স্পর্শী বলে মন্তব্য করেন তিনি।

সইফ জানান, এই আবেগঘন ও ড্রামাটিক দিকই তাঁকে ছবিটি নির্মাণে আগ্রহী করেছে, যদিও প্রজেক্টটি পর্দায় আসতে কিছুটা সময় লাগতে পারে। তাঁর কথায়, এটি শুধুমাত্র রহস্যনির্ভর গল্প নয়, বরং এমন এক আখ্যান যা দর্শককে মানসিকভাবে নাড়িয়ে দেবে।

উল্লেখ্য, সইফ আলি খানকে শেষবার দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ছবি ‘জুয়েল থিফ’-এ। আগামী দিনে তিনি অক্ষয় কুমারের সঙ্গে ছবি ‘হায়ওয়ান’-এও অভিনয় করবেন, যা ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 14 =