জাতীয় ক্রীড়া দিবসে কলকাতার মাটিতে ক্রীড়া মহোৎসব , আয়োজনে SAI

আগামী ২৯, ৩০ এবং ৩১ আগস্ট ২০২৫ তারিখে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি আয়োজন করতে চলেছে কলকাতার এসএআই (Sports Authority of India) রিজিওনাল সেন্টার। তিন দিন ধরে নানা ধরনের ক্রীড়া অনুষ্ঠান, প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে ক্রীড়ার গুরুত্বকে আরও ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ২৯শে আগস্ট (শুক্রবার) দিনটির সূচনা হবে সল্টলেকের এসএআই ক্যাম্পাসে অভ্যন্তরীণ অনুষ্ঠান দিয়ে। এখানে এসএআই–এর কর্মীদের জন্য আয়োজন করা হয়েছে নানা রকমের ক্রীড়া ও ফিটনেস কার্যক্রম, যা কর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে সাহায্য করবে। একই দিনে সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ একটি কর্মসূচি, যেখানে ৩০০ থেকে ৪০০ জন স্কুল শিক্ষার্থী যোগ দেবে। সেখানে ক্রীড়ার গুরুত্ব ও শারীরিক সুস্থতা নিয়ে ইন্টারঅ্যাকটিভ সেমিনার ও ফিটনেস সেশন থাকবে। ৩০শে আগস্ট (শনিবার) রবীন্দ্র সরোবরের বুকে জমে উঠবে রোয়িং প্রতিযোগিতা। কলকাতার বিভিন্ন রোয়িং ক্লাবের যৌথ উদ্যোগে এই আয়োজন প্রতিযোগিতামূলক মনোভাব ও জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে। একই দিনে সল্টলেকে হবে জাতীয় ক্রীড়া দিবস ফুটবল লিগ, যেখানে অংশ নেবে বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিট (PSU) দল। সন্ধ্যায় থাকছে বিশেষ আকর্ষণ—‘ডিপ্লোম্যাটস এক্সিবিশন ম্যাচ’। বিদেশি কূটনীতিক ও সরকারি আধিকারিকদের নিয়ে আয়োজিত এই ফুটবল ম্যাচের লক্ষ্য সংস্কৃতি ও বন্ধুত্বের বিনিময় ঘটানো। ৩১শে আগস্ট (রবিবার) ভোরে শুরু হবে “সানডেস অন সাইকেল উইথ কোল ইন্ডিয়া লিমিটেড” কর্মসূচি। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই সাইক্লিং প্রোগ্রামে সাধারণ মানুষকে ফিটনেস সচেতনতা ও সামাজিক অংশগ্রহণে উৎসাহ দেওয়া হবে। দুপুরে সল্টলেক এসএআই কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ক্রীড়া সম্মেলন (Sports Conclave)। দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত চলবে প্যানেল আলোচনা। আলোচনার বিষয়বস্তু—“ন্যাশনাল স্পোর্টস বিল – টুওয়ার্ডস বেটার গভর্ন্যান্স” এবং “ফ্রম গ্রাসরুটস টু গ্লোবাল পোডিয়ামস: ইন্ডিয়াস রোড টু ২০৩৬”। এতে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, নীতি–নির্ধারক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। আয়োজক কর্তৃপক্ষের দাবি, জাতীয় ক্রীড়া দিবসের এই তিন দিনের অনুষ্ঠান শুধুমাত্র ক্রীড়া প্রচার নয়, বরং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্ভাবনাকে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =