২০২৪ ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত সদানন্দের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ২০২৪টি ডুব দিয়ে অভিনব ভাবে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুর শহরের সদানন্দ দত্ত। রবিবার দুপুরে বিষ্ণুপুরের ঐতিহ্যের লালবাঁধের জলে ২০২৪টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের সাঁতারু সদানন্দ। ২০১৬ সাল থেকে বাংলা ও ইংরেজি বছরকে ডুব দিয়েই বরণ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। কনকনে শীতে লালবাঁধের জলে একটানা একের পর এক ২০২৪টি ডুব দিয়ে নতুনকে অভিনব ভাবে বরণ করে নিলেন সদানন্দ। আর ডুব দেওয়ার সাক্ষী রইল বিষ্ণুপুরের উতসাহী বহু মানুষ। এই দৃশ্য দেখতে যোগ দিয়েছিলেন ঘুরতে আসা পর্যটকরাও। বিশ্ব রেকর্ড এখন লক্ষ্য সদানন্দের। এইভাবেই ডুব দিয়ে বিশ্বের নজরে আসতে চান তিনি। এখন সেই স্বপ্ন পূরণের আশায় রয়েছেন বিষ্ণুপুরের সদান¨।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =