কলকাতা : শহরে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার জোকা ইএসআই হাসপাতাল এলাকায় বস্তা ভর্তি মাংসপিণ্ড উদ্ধার। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ ওই মাংসপিণ্ড উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
জোকা ইএসআই হাসপাতালের ভিতরেই রয়েছে ক্যান্টিন। অন্যান্যদিনের মতোই শুক্রবার সকালেও সেখানে রোগীর পরিবারের সদস্য ও ক্যান্টিন কর্মীরা ছিলেন। আচমকাই জানলা দিয়ে চোখ যায় বাইরে। তাঁরা দেখতে পান, একটি ব্যাগ নিয়ে টানাটানি করছিল কয়েকটি কুকুর।
তাতেই তাঁদের সন্দেহ হয়। কাছে যেতেই হাড়হিম দৃশ্য। ক্যান্টিন কর্মীরা দেখেন ব্যাগের মধ্যে মাংসপিণ্ড। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ আধিকারিকরা যান ঘটনাস্থলে। যায় ফরেনসিক বিশেষজ্ঞরাও। এরপরই তাঁরা ব্যাগটি থেকে পাওয়া মাংসপিণ্ডকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।