এমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ হয়নি বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন তেন্ডুলকরের। তাঁর কাছে আরও একটা সুযোগ। দেওধর ট্রফির সাউথ জোনের স্কোয়াড ঘোষণা হয়েছে। মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে ৫০ ওভারের ফরম্যাটের এই প্রতিযোগিতায় খেলবে সাউথ জোন। স্কোয়াডে সুযোগ পেলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। এমার্জিং এশিয়া কাপের আগে বোর্ডের তরফে অলরাউন্ডারদের তরফে একটি শিবির করা হয়েছিল। উঠতি প্রতিভাদের এই শিবির হয়েছিল বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে এই শিবিরে ছিলেন অর্জুন তেন্ডুলকরও। মনে করা হয়েছিল, এমার্জিং এশিয়া কাপে সুযোগ পেতে পারেন অর্জুন। শেষ অবধি তা হয়নি। ৫০ ওভারের জোনাল টুর্নামেন্টে খেলবেন সচিন-পুত্র। আইপিএলের ১৬তম সংস্করণে অভিষেক হয়েছে অর্জুনের। কয়েক বছর ধরেই মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন। গত আইপিএলে মুম্বই জার্সিতে অভিষেক এবং হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অলরাউন্ডারদের শিবিরে অর্জুনের সুযোগ পাওয়া তাঁর কেরিয়ারের জন্য উজ্জ্বল মুহূর্ত ছিল বলাই যায়। এ বার দেওধরেও খেলবেন। ভালো পারফর্ম করতে পারলে ধীরে ধীরে ভারত ‘এ’ দল এবং সিনিয়র দলের দরজাও খুলে যেতে পারে। ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়ান ডে ফরম্যাটের জোনাল টুর্নামেন্ট। সাউথ জোন স্কোয়াড- মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রোহন কুন্নুমাল, নারায়ণ জগদীশন (উইকেট কিপার), রোহিত রায়াডু, অরুন কার্তিক, দেবদত্ত পাডিকাল, রিকি ভুই, ওয়াশিংটন সুন্দর, কাবেরাপ্পা, বিজয়কুমার বিশাখ, কৌশিক ভি, মোহিত রেডকর, সাইমন জোসেফ, অর্জুন তেন্ডুলকর, সাই কিশোর।